Skip to content
যাত্রী/পথচারী/অভিভাবকদের প্রতি নিরাপত্তা নির্দেশনা
- ট্রাফিক আইন মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন।
- রাস্তায় চলাচলের সময় সর্তক থাকুন।
- মোবাইল ফোনে কথা বলতে বলতে বা অন্য মনষ্ক হয়ে রাস্তা পার হবেন না।
- রাস্তা পারাপারের আগে ভাল করে ডানে বাঁয়ে দেখে নিরাপদ সময়ে রাস্তা পার হোন।
- চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করবেন না।
- গাড়ীর ছাদে বা পাদানিতে ঝুলে গাড়িতে চড়বেন না।
- গাড়ীতে ভ্রমণের সময় হাত ও মাথা ভেতরে রাখুন।
- আপনার সন্তানকে ট্রাফিক আইন শেখান এবং ট্রাফিক আইন মেনে চলতে অনুপ্রাণিত করুন।
Share This Story, Choose Your Platform!
Page load link