হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃতে এস আই শফিকুল ইসলাম, এস আই আমীর সোহেল, এএস আই রাজু, শফিকুল সঙ্গীয় ফোর্স সহ হাকিমপুর পৌরসভার উত্তর বাসুদেবপুর গ্রামস্থ জনৈক শফিক মন্ডল এর পরিত্যাক্ত চাতাল ও হিলি বাজারস্থ বিসমিল্লাহ মসলা ঘরের সামনে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে আসামী ০১। মোঃ ইব্রাহীম মন্ডল (৩২) পিতা- মৃত মছিমুদ্দিন সাং- মহেড়াপাড়া ০২। মোঃ ফারুক মিয়া (২৬)পিতা- মৃত আসমান আলী সাং- মহেষপুরঘাট উভয় থানা- হাকিমপুর জেলা- দিনাজপুরদের নিকট থেকে ১২৫ (এক শত পচিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল মুল্য- ১২৫ ×৫০০= ৬২৫০০/- (বাষট্রি হাজার পাচশত টাকা) এবং ২০টি ভারতীয় শাড়ি মুল্য-২০×২০০০=৪০০০০/- (চল্লিশ হাজার টাকা) আসামী ০৩। মোঃ মশিউর রহমান (২০)মোঃ মফিজ উদ্দিন সাং- নওদাপাড়া ০৪। মোঃ রবিউল ইসলাম (১৮) পিতা- মোঃ হাসান আলী সাং- বালুচড় সিপি রোড উভয় থানা- হাকিমপুর জেলা- দিনাজপুরদের নিকট থেকে ২০০ (দুই শত) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল মুল্য- ২০০ ×৫০০=১,০০০০০/- (এক লক্ষ টাকা) সহ সর্বমোট ৩২৫ (তিন শত পঁচিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল মোট মুল্য- ১৬২৫০০/- (এক লক্ষ বাষট্রি হাজার পাচ শত টাকা) এবং ২০টি ভারতীয় শাড়ি উদ্ধার ও ০৪ জন আসামী গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
হাকিমপুর থানার বিশেষ অভিযানে ৩২৫ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ২০ পিস শাড়িসহ ৪ জন গ্রেফতার।
Share This Story, Choose Your Platform!
About the Author: admin
Related Posts
-
রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুরে ‘শারদীয় দুর্গাপূজা’২০ এর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা এবং সেপ্টেম্বর’২০ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুরে ‘শারদীয় দুর্গাপূজা’২০ এর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা এবং সেপ্টেম্বর’২০ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত