সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দিনাজপুর জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকের আইনি সেবা পাওয়ার অধিকার রয়েছে। এরই প্রেক্ষিতে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুশান্ত সরকার দিনাজপুর জেলাধীন সদর সার্কেল এর আওতাধীন থানাসমূহ পরিদর্শন করেন এবং থানায় আগত দর্শনার্থীদের খোঁজখবর নিচ্ছেন। থানা পরিদর্শনকালে তিনি বলেন যে, থানায় আগত ব্যক্তি সঠিক আইনি সেবা পাচ্ছেন কিনা বা পুলিশি সেবা সঠিকভাবে পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ করছেন। এ সংক্রান্তে কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, যদি এর ব্যত্যয় ঘটে অবশ্যই তাকে জানানোর জন্য অনুরোধ করেছেন ।
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দিনাজপুর জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ
Share This Story, Choose Your Platform!
Related Posts
-
নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত। Gallery
নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত।