লালমনিরহাট থানার মামলা নং-২৩, তাং-১১/০১/২০২০ ধারা- ২০১৮; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১ মূলে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ধৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ দুলু মিয়া (৪৫), পিতা- মৃত কাশেম মিয়া স্থায়ী : (সাং- খেওয়ার চর), উপজেলা/থানা-রৌমারী, কুঁড়িগ্রামকে গ্রেফতার করেছে লালমনিরহাট থানা। উদ্ধারকারী অফিসার এসআই খালেকুল বাদশাহ ও সঙ্গীয় ফোর্স।
লালমনিরহাট থানার অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
admin২০২১-০৬-২২T০৪:৫০:০৮+০০:০০জানুয়ারি ১১, ২০২০|Uncategorized|Comments Off on লালমনিরহাট থানার অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার