গত ইং ৩১/১২/১৬ তারিখ সন্ধ্যা ১৭.৩০ ঘটিকায়(সংসদীয় আসন নং- ২৯, গাইবান্ধা-১) মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম লিটনকে ০৫ জন অজ্ঞাতনামা দুস্কৃতিকারী এমপি মহোদয়ের বামনডাঙ্গা মাস্টারপাড়াস্থ বসতবাড়ীর ড্রয়িং রুমে তাকে গুলি করে পালিয়ে যায়। মাননীয় সংসদ সদস্যকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ইং ৩১/১২/১৬ তারিখ ১৯.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এমপি মহোদয়ের বোন জনাবা ফাহমিদা বুলবুল কাকলী এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে সুন্দরগঞ্জ থানার মামলা নং- ০১ তারিখ- ০১/০১/২০১৭ ইং, ধারা- ৩০২/৩৪ দঃ বিঃ রুজু করা হয়। মামলাটি তদন্ত শেষে ০৭ জন আসামীর বিরুদ্ধে সন্দরগঞ্জ থানার অভিযোগপত্র নং- ১১৭, তারিখ- ৩০/০৪/১৭খ্রিঃ, ধারা- ৩০২/৩৪/১২০-খ/১০৯ দঃ বিঃ দাখিল করা হয়েছে। গ্রেফতারকৃত ০৭ জন আসামীর মধ্যে ০৬ জন আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এমপি লিটন হত্যা মামলা
admin২০১৭-০১-০১T২২:৫৬:১১+০০:০০জানুয়ারি ১, ২০১৭|চাঞ্চল্যকর ঘটনা|Comments Off on এমপি লিটন হত্যা মামলা